১০.১২.২০১০ ইং তারিখ, আমার পরিচয়ের মুঁকুটে আরেকটি পালক যুক্ত হওয়ার দিন। এ পৃথিবীর আলো-বাতাস যে ওইদিনই ওকে বরণ করে নিয়েছিল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। যাকে কেন্দ্র করে ওইদিন পরিচয়টা আমার এই বর্ধিতরূপ নিয়েছিল, আজ দীর্ঘদিন ধরে সে আমার দৃষ্টির অন্তরালে। আমার অক্ষমতাই ওকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে আসলে। এক ফোনকলেই করে যাওয়া তার কিচিরমিচিরে মন জুড়িয়ে নিতে হয় আমার। মিস ইউ মাস্টারপিস, মিস ইউ বেতাজ বাদশা।
